ব্রাহ্মণপাড়ার সকল উন্নয়মূলক কর্মকান্ড শতভাগ আন্তরিকতার সাথে হবে – উপজেলা চেয়ারম্যান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সকল উন্নয়মূলক কর্মকান্ড শতভাগ আন্তরিকতার সাথে হবে বলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের আশা প্রকাশ করেন। এসময় তিনি, ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি উন্নয়নকাজ এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তার কার্যালয়ে এসে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেওয়া বিভিন্ন প্রকল্প ও অনুদানের মাধ্যমে সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পাশাপাশি সকলে সম্মিলিত ভাবে ব্রাহ্মণপাড়াকেও এগিয়ে নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মনির হোসেন চৌধুরী, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, উপজেলা আ’লীগ নেতা সাবেক ভিপি মোঃ জাকির হোসন ভূইয়া, বাবুল মেম্বার, যুবলীগ নেতা নবীর হোসেন, হাবীবুর রহমান বাপ্পী, লোকমান হাজারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শরীফ, ছাত্রলীগ নেতা আবু কাউসার, মেহেদী হাসান প্রমুখ।

আরো পড়ুন