মহান ভাষা দিবসে কুভিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিনম্র শ্রদ্ধা

মাহদী হাসানঃ বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, সর্বত্র বাংলা ভাষা চালু, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যদিয়ে জাতি আজ পালন করছে শোক আর গর্বের অমর একুশে ফেব্রুয়ারি।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কলেজের উচ্চ মাধ্যমিকে স্থাপিত কুমিল্লার প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার। শ্রদ্ধা অর্পণ করতে আসা অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের পোশাকে ছিল একুশের চেতনার ছাপ শোকের কালো রং। অনেকেই গালে, হাতে শহীদ মিনারের আল্পনা, বর্ণমালা, কবিতার চরণ বা গানের কলি এঁকে নিয়েছিলেন।

তাদের কণ্ঠে উচ্চারিত হয় সেই চিরচেনা গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…।’

এসময় উপস্থিত ছিলেন,কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, উপাধ্যক্ষ ড.আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমাম হোসেন, ড.মোঃ রাজু আহাম্মদ, সহকারী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, প্রভাষক মোঃ জাকির খান সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন