চান্দিনা সড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে আন্দোলনে সন্ত্রাসী হামলায় আহত ১২
রিপন আহমেদ ভূইয়াঃ কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন সড়কে জিবি, টোল, থানার নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। অভিযোগ ভুক্তভোগী চালক শ্রমিকদের।
মঙ্গলবার সকাল ১০টা বরকইট বাজার থেকে শতশত চালক ও শ্রমিকরা এসব চাঁদাবাজি বন্ধের দাবীতে আন্দোলন মিছিল এবং ইউএনও এর কাছে আবেদন জানাতে আসার সময়। আন্দোলনরত সিএনজি অটো শ্রমিক ও চালকদের উপড়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ একটি বাহিনী। সন্ত্রাসীদের হামলায় এসময় আহত হয় ২০/২৫ জন। এছাড়াও এসময় একাধীক সিএনজি অটো গাড়ী ভাংচুর করা হয় ছায়কোট গরু বাজারের কাছে চান্দিনা-বরুড়া সড়কে।
সংঘর্ষের ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক চান্দিনা থানা পুলিশের এস আই মাইনুদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত দুজন কে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।