সদর দক্ষিণে সামাজিক শালিসে সন্ত্রাসী হামলায় চারজন আহত
সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের উলুরচর (স্বর্ণকার বাড়ি) এলাকায় সামাজিক শালিসে সন্ত্রাসী হামলায় ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি দরবারের বিচারক মোঃ হাবিবুর রহমানসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় মোঃ হাবিবুর রহমান বাদি হয়ে ১৮ জুলাই সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মহানগরীর সদর দক্ষিণ অংশের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজার সংলগ্ন উলুরচর স্বর্ণকার বাড়িতে একটি সামাজিক শালিশ দরবারে দুই পক্ষের লোকজন বাকবিতন্ডতায় লিপ্ত হলে দরবারের বিচারক হাবিবুর রহমান তাদের মধ্যে মিমাংসা করতে গেলে বিবাদি বিল্লালের নেতৃত্বে হানিফ,বাবুল,ফারুক,আরিফ ও ফরহাদ লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাতœক জখম করে। বিবাদিদের সন্তাসী হামলায় হাবিবুর রহমানে মাথা,মুখ,চোখ ও পিঠে মারাতœক ফুলা জখম হয়। হামলায় জয়নাল,হানিফ ও মুনাফসহ মোট চারজন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসী হামলার ঘটনায় উলুরচর গ্রামের তরব আলীর ছেলে বিল্লাল,আবু হানিফ,সুরুজ মিয়ার ছেলে বাবুল, বাবুলের ছেলে ফরহাদ,ছিদ্দিক মিয়ার ছেলে ফারুক ও বিল্লালের ছেলে আরিফের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।