মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
ডেস্ক রিপোর্টঃ ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এ শ্লোগানকে ধারণ করে মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহালের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগর কমিটি।
আজ শনিবার বেলা ১১টায় নগরীর ছাতিপট্টিতে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কান্দিরপাড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে অবস্থান করে।
কর্মসূচী সমন্বয়কারী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক মাসুদ হামিদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফিউল আহমেদ, ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী, ডেপুটি কমান্ডার মকবুল হোসেন, ডেপুটি কমান্ডার মনির হোসেন, ডেপুটি কমান্ডার মোতাহের হোসেন বাবুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সাজু, কুমিল্লার ১৬টি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধাগণ।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সকল নেতৃবৃন্দ সরকারের কাছে মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহালের জোর দাবি জানান।