কুমিল্লা সদরের ৩৫ হাজার প্রাথমিক শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের উদ্যেগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রত্যেক বিদ্যালয়ে আনন্দ-উৎসবমুখর পরিবেশে মহানগরী ও আদর্শ সদর উপজেলার ১০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এ উপহার পেয়ে স্কুলে স্কুলে ক্ষুদে শিক্ষাথীদের বই উৎসবের মতোই আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী আরফানুল হক রিফাত,মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও বিভিন্ন ইউনিয়নে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল,শিক্ষা কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে এমপি বাহারের উপহার টিফিন বক্স তুলে দেন।

সকালে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট টুটুল বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। মানুষ শান্তিতে থাকে। আর কুমিল্লায় শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের প্রতীক হাজী বাহার এমপি শিক্ষা সহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবতর্ন সহ রেকর্ড পরিমান উন্নয়ন করেছেন। একের পর এক ব্যতিক্রমী উদ্যেগ বাস্তবায়নের মধ্যে দিয়ে কুমিল্লাকে এগিয়ে নিচ্ছেন। দেশের ও কুমিল্লার এ উন্নয়ন ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। হাজী বাহার এমপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাশকতাকারীদের প্রতিরোধ করতে হবে।

সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দলিল লেখক হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান,মফিজুল ইসলাম কন্ট্রেকটর,ইউপি মেম্বার গোলাম মোস্তফা,আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, সফিকুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন