কুমিল্লায় ভুয়া পুলিশ কমিশনার গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর বাগিচাগাঁও বড় মসজিদ সংলগ্ন এলাকার আলমগীর হোসেন নামের এক ভূয়া পুলিশ কমিশনারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আলমগীর নগরীর বাগিচাগাঁও এলাকার আলী আকবরের ছেলে।

ভূয়া ডিআইজি পরিচয় দেয়া আলমগীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই শামিম। আটক আলমগীর দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলো।

স্থানীয়রা জানায়, আলমগীরের হুমকি-ধামকিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ভূয়া ডিপুটি পুলিশ কমিশনার আলমগীর আটক হওয়ার খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই শামিম বলেন, ৮ নভেম্বর বৃহস্পতিবার নগরীর বাগিচাগাঁও এর তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে পুলিশের ডেপুটি পুলিশ কমিশনারের র‌্যাংক ব্যাজ পরিহিত বাধাই করা একটি ছবি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়েরের পর আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন