বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালত ১২ জন মাদক সেবীকে সাজা প্রদান
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও বুড়িচং থানা পুলিশ সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে। এর মধ্যে ৭জন কে ৩মাস করে কারাদন্ড এবং ৪জন কে তিন হাজার টাকা এবং ১জনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানায় সোমবার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও বুড়িচং থানার এস আই রাজিব কর, শাহিন কাদির, নুরুল হুদা, অহিদুর রহমান, এএসআই মহি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়ন এবং বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন রত অবস্থায় ১২জন মাদক সেবীকে আটক করে। পরে বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীকে ৩মাস করে কারাদন্ড প্রদান করে। আর ৩জন ছাত্রকে তিন হাজার টাকা এবং এবং মনির মুন্সি (৫২) নামের ১জনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। কারাদন্ডিত ৭জন হল রাজাপুর গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে শান্ত (২২), মিরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে অপু(২০), বুড়িচং সদরের মোঃ আবুল হোসেনের ছেলে জালাল(৩২), নড়াইল জেলার বোয়ালখালী গ্রামের ইউনুছ মোল্লা ছেলে হৃদয় মোল্লা(২২), গোবিন্দপুর গ্রামের আজব আলীর ছেলে নাসির উদ্দিন (৫৮), জগতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিটন(১৯), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন(২১), কোশাইয়াম গ্রামের রুজু মিয়ার ছেলে টিপু(২৮), খোকন মিয়া। অপরদিকে ভ্রাম্যমান আদালত ৩জন কলেজ ছাত্রকে জন প্রতি তিন হাজার টাকা এবং মনির মুন্সি নামে ১জনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে। ছাত্ররা হল আহাম্মদ, মাইনুল ইসলাম, আনিসুর রহমান।