কুমিল্লা কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ আমেরিকান এগ্রো কমপ্লেক্সের ব্যাপক ক্ষয় ক্ষতি
সদর দক্ষিণ প্রতিনিধিঃ রবিবার রাতের কালবৈশাখী ঝড়ে কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের উত্তর বিজয়পুরস্থ বাংলাদেশ আমেরিকান এগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড (অটো রাইস মেইল) এর সিফমি ভেঙ্গে মূল স্থাপনা,বয়লার সংশ্লিষ্ট অর্ডিফেনসহ কারখানাটির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এতে বাংলাদেশ আমেরিকান এগ্রো কমপ্লেক্সের প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
জানা যায়,মৌসুমের প্রথম আকশ্মিক কালবৈশাখী ঝড়ের তান্ডবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের উত্তর বিজয়পুরস্থ বাংলাদেশ আমেরিকান এগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড (অটো রাইস মেইল) এর সিফমি ভেঙ্গে পড়ে মূল স্থাপনা লন্ডভন্ড হয়ে যায়।
কালবৈশাখী ঝড়ে কারখানাটির উপড়ের সিট উড়িয়ে পাশর্^বর্তী ফসলী জমিতে নিয়ে ফেলে। এতে কোন প্রকার প্রাণহানির ঘটনা না ঘটলেও অটো রাইস মেইলের সিফমি,সিফমি সংশ্লিষ্ট যাবতীয় মেশিনারিজ,বিদ্যুৎ লাইন,বয়লার সংশ্লিষ্ট অর্ডিফেনসহ কারখানাটি পরিচালনার গুরুত্বপূর্ণ মেশিনের ক্ষয় ক্ষতি হয়েছে। এরই মধ্যে কারখানা কর্র্তৃপক্ষ স্থাপনা মেরামতের কাজ শুরু করেছে।
এ ব্যাপারে বাংলাদেশ আমেরিকান এগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, আকশ্মিক ঝড়ের তান্ডবে সিফমি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে কারখানাটি বন্ধ রয়েছে। ফলে ৬৫ জন কর্মচারীর বেতন,ব্যাংক লোনসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে। কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসন,দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।