ব্রাহ্মণপাড়ায় ইয়াবা ব্যবসায়ীসহ ৩ জন যুবক গ্রেফতার
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী বাগরা এলাকাসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ সুমন (২০), আবুল মোল্লা (৩২) এবং তারেক প্রকাশ সবুজ সহ ৩ জন যুবক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোঃ সুমন (২০) এর কাছ থেকে ২০০ পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে সোমবার রাতে ব্রাহ্মণপাড়া থানার পি এস আই মোঃ জাকির হোসেন ও এএস আই পরীক্ষিৎ দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগরা এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ঐ এলকার বাগরা টু ফকির বাড়ীর রাস্তার রেল লাইনের পূর্ব পাশ হতে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের ওমর আলীর ছেলে মোঃ সুমন মিয়া (২০) কে গ্রেপতার করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার পরনের প্যান্টের পকেট হতে নীল পলিথিং প্যাকের ভিতরে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে একই দিন রাতে ব্রাহ্মণপাড়া থানার এস আই তীথংকর দাস ও এএস আই হেলাল উদ্দিন ও এএস আই বিপুল চন্দ্র রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মাধবপুর ইউনিয়নের ষইটশালা গ্রামের অভিযান পরিচালনা করে ঐ গ্রামের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে একাধিক মামলার ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামী আবুল মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও পুলিশ একই দিন রাতে উপজেলা শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ী দীঘিরপাড় গ্রামে অভিযান পরিচালনা করে ঐ গ্রামের আব্দুল মতিনের ছেলে ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামী তারেক প্রকাশ সবুজ (২৮) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের গতকাল মুঙ্গলবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেন।