কুমিল্লা মহানগরীর দক্ষিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ কুমিলা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ২০৪১ সালের জ্ঞান নির্ভর উন্নত বাংলাদেশ গড়তে হলে সবার আগে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার উন্নয়ন ব্যাতিত উন্নত দেশ গড়া সম্ভব নয়। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের কাজ শিক্ষক -কমিটির আর অবকাঠামো উন্নয়নের দায়িত্ব আমার।
মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা মহানগরীর দক্ষিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন। এসময় সিটি কর্পোরেশনের দক্ষিনের ৯ ওয়ার্ডের ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১ লাখ টাকা করে ৪৮ লাখ টাকার অনুদান তুলে দেন হাজী বাহার এমপি। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম কা ন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আকলাছুর রহমান কোকা, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ,ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাজী বাহার এমপি আরো বলেন,আমি কুমিল্লার মানুষের জন্য কাজ করি, ব্যক্তি স্বার্থে নয়। বিগত ১০ বছরে কুমিল্লায় উন্নয়নের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা করেছি। কুমিল্লার মানুষ শান্তিতে ছিল। শান্তির কুমিল্লার শান্তি বিনষ্টে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের কারণে কুমিল্লার উন্নয়নে আগের মতো সময় দিতে পারছি না। এসব চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন। কুমিল্লাকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা চাই।