ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র জানাযায় এসে বঙ্গবীর কাদের সিদ্দিকী যা বললেন
ডেস্ক রিপোর্টঃ “বঙ্গবন্ধুর পর শ্রদ্ধা জানানোর মতো প্রফেসর মোজাফ্ফর আহমদ একজনই ছিলেন, তিনি চলে যাওয়ায় শেষ বাতিটাও নিভে গেল, তার মৃত্যুর পর শ্রদ্ধা জানানোর মতো আর কেউ রইলনা। আমার দূর্ভাগ্য আমি বঙ্গবন্ধুর জানাযায় শরীক হতে পারিনাই। ওপারে (ভারত) থাকায় মাওলানা ভাসানী হুজুরের জানাযায়ও শরীক হতে পারি নাই, জাতীয় চার নেতার জানাযায়ও থাকতে পারি নাই। তবে আমার সৌভাগ্য প্রফেসর মোজাফ্ফর আহমদ’র জানাযায় শরীক হতে পেরেছি।” উপমহাদেশের বাম প্রগতিশীল রাজনীতির পুরুধা, বর্ষিয়ান রাজনীতিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমদকে শেষ শ্রদ্ধা জানাতে এসে রোববার দুপুরে তার নিজ বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রয়াত নেতার বর্নাঢ্য রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরতে যেয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওই বক্তব্য তুলে ধরেন।
ওই বক্তব্য শোনে পাশে থাকা স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আপত্তি জানালে, বঙ্গবীর কাদের সিদ্দিকী জবাবে বলেন, আমি জানি এ বক্তব্য অনেকেরই সহ্য হবেনা। অপর পাশে থাকা জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা সভাপতি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী ওই বক্তব্যের সূত্র ধরে বলে উঠেন, এই জন্যই আমি বক্তব্য দেইনি।