কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য অপু’র উপর সন্ত্রাসী হামলা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু’র উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাতœক জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত আটটায় মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহারের সভায় যাওয়ার পথে নগরীর টমছমব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ২২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শিমুল ঘোষ জানান, শুক্রবার রাত আটটার দিকে মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু মটর সাইকেল যোগে সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহারের কাপ্তান বাজার (পাক্কার মাথায়) আ’লীগের সম্মেলনে যাওয়ার পথে টমছমব্রীজ এলাকায় পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা সন্ত্রাসী মোরশেদ তার বাহিনী নিয়ে পিছন থেকে অতর্কিতভাবে হামলা চালিয়ে অপুকে কুপিয়ে মারাতœক আহত করেছে।এ সময় অপু’র বন্ধু যুবলীগ নেতা শিপনকেও কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় চুরির আঘাতে অপু’র পিঠে ১৫টি সেলাই ও শিপনের হাতে ৮টি সেলাই করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু’র উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান মহানগর যুবলীগের আহবায়ক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ,মহানগর আ’লীগ সদস্য খোরশেদ আলম,আব্দুল মালেক ভূঁইয়া,মহানগর যুবলীগ সদস্য শাওন প্রমুখ।
এ ব্যাপারে মহানগর যুবলীগের আহবায়ক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।