কুবিতে বাংলাদেশ লিবারেল এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ লিবারেল এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন ছাত্র পরিষদ, কুবি’র আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লিবারেল এসোসিয়েশন ছাত্রপরিষদ কুবির আহবায়ক এ এম নূর উদ্দীন হোসাইন ও সদস্য সচিব গোলাম কিবরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার তন্ময় কুমার সরকার, লিবারেল এসোসিয়েশন ছাত্র পরিষদ কুবির যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত,যুগ্ম সদস্য সচিব রুহুল আমিন হৃদয়, কার্যকরি সদস্য যুবায়ের আহমেদ,ইমদাদুল হক, এস এম ইরফান,সুলতানুর আরিফ এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন নেতৃত্বের বিকাশ ও তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে ২০১৭ সালের ২২শে নভেম্বর যাত্রা শুরু করে। বর্তমানে মোট ১৬টি পরিষদ নিয়ে কাজ করছে সংগঠনটি।