বুড়িচংয়ে পাহাড় কা’টাস্থলে ভ্রাম্যমান আদালতের অভি’যান; ভেকু ধ্বং’শ
মো. জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাঁ’টা হচ্ছে এ খবরে বৃহস্পতিবার দুপরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ তাহ্মিদা আক্তারের নেতৃত্বে ইউনিয়নের আনন্দপুর এলাকায় অভি’যান চালানো হয়। অভি’যানের খবর পেয়ে পাহাড় কাঁটা দল পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে একটি পাহাড় কাঁ’টার কাজে ব্যবহৃত ভেকু জ’ব্দ করা হয়। ভে’কুটির মালিক না পাওয়ায় ভে’কুটিকে অকেজো করা হয়।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ তাহমিদা আক্তার বলেন, পাহাড় কাঁ’টার খবরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মামলা দেয়া সম্ভব হয়নি। তবে পাহাড় কাঁ’টার কাজে ব্যবহৃত একটি ভে’কু অকেজো করা হয়েছে। এ অভি’যান অব্যহৃত থাকবে।