কুমিল্লায় একই পরিবারের ৪ জনসহ করোনা শনাক্ত ৫, মোট আক্রান্ত ৫২

প্রাণঘাতী করোনা ভাইরাসে কুমিল্লা জেলায় আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই জেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫ জন।

এদিকে, কুমিল্লায় নতুন করে একই পরিবারের ৪ জনসহ আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই পরিবারের ওই ৪ সদস্য জেলার মুরাদনগরের বাসিন্দা। আরেকজনের বাড়ি জেলার তিতাস উপজেলায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এই তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।

স্থানীয় সূত্র জানায়, জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের এক সদস্য (কাঠালিয়াকান্দা গ্রামের বাসিন্দা) এবং তার বাবা, মা ও ভাতিজার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জেলার তিতাসে আক্রান্ত ব্যক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম জানান, এই পর্যন্ত উপজেলায় ১১৪ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬০জনের। যার মাঝে ৬টি পজিটিভ এসেছে। এখনো অপ্রকাশিত রিপোর্ট রয়েছে ৫৪টি।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে ১৫২৬ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১২১৯ জনের। যার মধ্যে ৫২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আরো পড়ুন