কুমিল্লায় ওয়ার্ড কাউন্সিলরের সচিব করোনায় আক্রান্ত, আতংকে প্রায় ৯ শত মানুষ

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সচিব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সংরাইশের বাসিন্দা। পুরো ওয়ার্ডজুড়ে সচিবের চলাফেলা থাকায় এই ওয়ার্ডের সংরাইশ, নবগ্রাম এলাকা করোনার রেড জোন হয়ে উঠতে পারে।

শুক্রবার কুমিল্লা নগরীতে তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন । সচিব তাদের একজন।

স্থানীয় সূত্র জানায়, এই ওয়ার্ডের করোনা আক্রান্ত সচিব পরিবারভিত্তিক মানবিক সহায়তা কার্ডের তালিকা প্রণয়নের কাজ করেছেন। ওই তালিকায় ৯ শ’ এর বেশি মানুষের নাম রয়েছে। এ তালিকা প্রস্তুত করতে গভীর রাত পর্যন্ত তিনি কাজ করেছেন , ওই মানুষদের সাথে কথা বলেছেন। এর মধ্যে সচিব নবগ্রামের এক যুবকের বাড়িতে ওই তালিকা কম্পিউটার কম্পোজ করার কাজে গিয়েছিলেন। ওই যুবক দুই তিন দিনে কম্পোজের কাজ করে দেন।

ওই যুবক জানান, ৮/৯ তারিখের দিকে তার মায়ের কাশি জ্বর হয়। পরে একে একে পরিবারের ৬/৭ জনের একই অবস্থা হয়েছে, সাথে গলা ব্যাথাও হচ্ছে। তিনি তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সহায়তা কামনা করেছেন।

অন্যদিকে আক্রান্ত সচিব ৮ মে পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশনে যাওয়া আসা করেছেন। কিন্তু কোথায় কিভাবে আক্রান্ত হলেন তা বুঝতে পারছেন না। যাওয়া আসার সময় তিনি অটোরিকশা ব্যবহার করেছেন।

আক্রান্ত সচিব জানান, অসুস্থ হওয়ার পর ৮ মে থেকে তিনি বাসাতেই আছেন। ১৩ মে তার নমুনা নেওয়া হয়।

স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল জানান, ৫ মে বিকাল থেকে ওই সচিব অসুস্থ হন।
ফলে সংরাইশ ও নবগ্রাম এলাকার সাধারণ মানুষকে খুবই সতর্কভাবে চলাচল করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোন লক্ষণ উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে হবে। নমুনা পরীক্ষার করার প্রয়োজন হলে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরো পড়ুন