কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে সেমাই (ভিডিও)
মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেমাই। সেগুলো তুলে নিয়ে হাতে প্যাকেটজাত করছে কয়েকজন শ্রমিক। পরে এসব সেমাই পাঠানো হচ্ছে বিভিন্ন বাজারে।
এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাতকরণ করছিল কুমিল্লার মেসার্স কাশফুল ফুড প্রোডাক্টস।
শনিবার দুপুরে নগরীর আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউপির বিবির বাজারে কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদে ঘরে ঘরে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিবির বাজারের কাশফুল ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও মিথ্যা ঘোষণা দিয়ে প্যাকেজিং করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন আদর্শ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ.কে আজাদ ও জেলা পুলিশের একটি দল।