কুমিল্লায় থামছে না করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৫৮

কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণ থামছেই না। রবিবার (২৮ জুন) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সরবরাহকৃত তথ্যে নতুন করে আরও ১৫৮ জনের করোনা পজিটিভ হওয়ার খবর দেয়া হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৩২ জনে। নতুন করে তিনজনের মৃত্যুর পর এ সংখ্যা এখন ৯১ জনে দাঁড়াল। রবিবার বিকেলে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে নতুন করে ১৫৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন- ৫৫, আদর্শ সদর- ১০, মুরাদনগর- ১৮, সদর দক্ষিণ- ২১, নাঙ্গলকোট- ১৭, বরুড়া- ৫, বুড়িচং- ৯, চৌদ্দগ্রাম- ১০, দাউদকান্দি- ১, লালমাই- ১, দেবিদ্বার- ১০ ও ব্রাহ্মণপাড়ায় – ১ জন।

আরো পড়ুন