করোনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়নুলের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
জয়নুল আবেদীন দেবিদ্বারের ধামতি ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের বাসিন্দা। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সাইফুল জানান, জয়নুল গত দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তাকে ১২ নভেম্বর ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছিল।
তিনি জানান, জয়নুল আবেদীনের মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা।