কুমিল্লায় করোনায় একদিনে চার জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০
কুমিল্লা করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১১০জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ৩০২জনে দাঁড়ালো। রোববার (০৪ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় – ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৫৬জন, চৌদ্দগ্রাম ১জন, দেবিদ্বার ২জন, মুরাদনগর ২ জন, বরুড়া ১ জন, চান্দিনা ১ জন, লাঙ্গলকোট ১ জন, বুড়িচং ১ জন, ব্রাক্ষণপাড়া ১ জন ও দাউদকান্দি ২ জনসহ মোট ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কোন রোগী সুস্থ হয়নি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৪৫জন করোনা রোগী।
কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৮হাজার ৬৯৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৭ হাজার ৯৭১ জনের। এর মধ্যে ১০ হাজার ১১০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৫৬০, এদের মধ্যে নতুন সনাক্ত ১০।