কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাস হত্যা মামলার আরও ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মামলার ৬ নম্বর আসামি মো. আশিকুর রহমান রকিকে (২৯) লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং ৭ নম্বর আসামি মো. আলম মিয়াকে (৩০) কুমিল্লা কোতোয়ালি থানার বড়জালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এজহার নামীয় ৪ নম্বর আসামি সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং ৯ নম্বর আসামি মাসুমকে চান্দিনা থেকে গ্রেপ্তার করা হয়।
মাসুমের ৭ দিনের রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল আদালতে আবেদন করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাউসার হামিদ। আদালতের ধার্য তারিখে রিমান্ড আবেদনের শুনানি হবে জানিয়েছেন কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ।
গত সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালিয়ে সোহেল ও হরিপদ দাসকে হত্যা করা হয়। হামলায় সোহেল ও হরিপদ ছাড়াও রাসেল, আওয়াল হোসেন রিজু, মাজেদুল হক বাদল, জুয়েল ও সোহেল চৌধুরী গুলিবিদ্ধ হন।