অধিনায়ক তামিমের পাশে কুমিল্লা কোচ
ডেস্ক রিপোর্টঃ রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘লো স্কোরিং’ ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। তামিমের ক্ষোভটা অবশ্য বেশি ছিল। তিনি উইকেটকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করে জানিয়েছিলেন, এমন উইকেটে টি-টোয়েন্টি খেলা উচিত নয়। কুমিল্লার অধিনায়কের এই মন্তব্যের পর তামিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সতর্ক করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। তামিমের মন্তব্যে বিসিবি ‘অসন্তুষ্ট’ হলেও কথাটা ঠিকই আছে বলে দাবি কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে উইকেটে নিয়ে তামিমের দেওয়া বক্তব্য সঠিক ছিল বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। বিসিবি থেকে তামিমকে চিঠি দেওয়ার ঘটনায় বিস্মিত এই কোচ, ‘জানি না তামিম চিঠি হাতে পেয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে, তামিম সত্য কথাই বলেছে। তামিম কোনও মিথ্যা কথা বলেনি। তার অধিকার আছে সত্য বলার।’
কারণ দর্শানোর নোটিশে সালাউদ্দিনও হতাশ, ‘তামিম যেটা বলেছে একেবারে ঠিক বলেছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। আমি তামিমকে সবসময়ই সমর্থন করব। যে উইকেটে খেলা হয়েছে, সেটা টি-টোয়েন্টির জন্য আর্দশ উইকেট নয়। এখন সত্য কথা বলে যদি কোনও বিপদ হয়, তাহলে তো কিছু বলার নেই। তবু বলব তামিম সঠিক কথাই বলেছে।’
তামিম-মাশরাফির পর সালাউদ্দিনও সমালোচনা করেছেন মিরপুরের উইকেটের, ‘এটাকে টি-টোয়েন্টির জন্য ভালো উইকেট কখনোই বলব না।’