কুমিল্লার লালমাইয়ে অবৈধ ইটভাটায় পরিবেশ বিপর্যয়

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন (উ.) ইউনিয়নের হাজতখোলা ছোট চলুন্ডা এলাকায় অবস্থিত মেসার্স ইউনাইটেড ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা কোনো সরকারি অনুমোদন ছাড়াই চলছে।

এতে পরিবেশ বিপর্যয় ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। অন্যের জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে ইটভাটাটির মালিক বোরহান উদ্দিনের বিরুদ্ধে।

এ ব্যাপারে কুমিল্লা জেলা ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেছেন জমির মালিক দাপার গ্রামের নূর হোসেন স্ত্রী শামীমা আক্তার।

জানা যায়, ডিসি ছাড়পত্র, পরিবেশ সনদ, কাস্টমস, বিএসটিআই সাটিফিকেট, ফায়ার সার্ভিস লাইসেন্স, বন বিভাগের অনুমতি, কৃষি সনদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন থাকা বাধ্যতামূলক হলেও শুধু মাত্র ট্রেড লাইসেন্স ছাড়া এইখোলার আর কিছুই নেই।

আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে একটি অসাধু মহলকে মাসোয়ারা দিয়ে ইটভাটা চালিয়ে পরিবেশ বিপর্যয় করে যাচ্ছে।

জানা যায়, বোরহান উদ্দিন ও ইউনাইটেড ব্রিকস ফিল্ডের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে রাতের আঁধারে অন্যের জমি খনন করে ফসলি জমির টপ সয়েল কাটার একাধিক অভিযোগ উঠেছে। এতে জমি মালিকেরা বাধা দিলে আবুল কালাম নামে তার ভাড়াটে মাস্তান দিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানা যায়।

এ ছাড়া শামীমা আক্তার পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা অফিস এ ব্যাপারে অভিযোগ করলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে লোকবল সংকটের কথা বলে পরে অভিযান পারিচালনার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, ইউনাইটেড ব্রিকস ফিল্ডের মালিকের বোরহান উদ্দিনের বিরুদ্ধে জমি দখলসহ রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ রয়েছে।

ইউনাইটেড ব্রিকসের মালিক বোরহান উদ্দিন নিজেও পরিবেশ অধিদপ্তরের সনদ না থাকার স্বীকার করেছেন।

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক নূর উদ্দিন বলেন, এ ইটখোলার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তবে জনবল সংকটে অভিযান চালাতে পারছি না।

আরো পড়ুন