কুমিল্লায় অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি, ৪ দোকানিকে জরিমানা
কুমিল্লায় অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির দায়ে চার দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় থেকে নগরীর স্টেডিয়াম মার্কেট ও কান্দিরপাড় এলাকায় বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টেডিয়াম মার্কেটের রুপালী অ্যান্ড ইউরেকা ইলেকট্রনিক্সকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা, কান্দিরপাড় এলাকার তিশা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা, মিউজিক টেলিকমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, চার্জার ফ্যান ও রিচার্জেবল পণ্য বিক্রির দোকানগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রেতাকে ভাউচার না দেওয়া ও ইচ্ছামতো দামে রিচার্জেবল ইলেকট্রনিক্স পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়।