আগামী কাল কুমিল্লায় আসছেন তাহেরী
সময়ের আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী আসবেন কুমিল্লায়। আগামীকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার কুমিল্লা সদর উপজেলার বলেশ্বর গ্রামে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বলেশ্বর যুব সমাজ আয়োজিত ওই মাহফিলে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিতের সহকারী অধ্যাপক
ড.মোঃ শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, মঙ্গলবার বিকেল ৩ টায় মাহফিল শুরু হবে। মাগরিবের নামাজের পর মঞ্চে উঠবেন তাহেরী।
প্রতি বছর বলেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থানে এলাকাবাসী ওয়াজ মাহফিলের আয়োজন করেন। উদ্দেশ্য হলো পবিত্র ঈদে মিলাদুন্নাবী ( সাঃ) পালন ও কবরবাসীদের মাগফেরাত কামনা করা। সেই ধারাবাহিকতায় এ বছরও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।