শতশত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস

জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশে ব্যাপক বদলি ছাড়াও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। যার অংশ হিসেবে ইতোমধ্যে দেশজুড়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের পদে ব্যাপক রদবদল আনা হয়েছে।

তবে এতকিছুর পরও দুর্নীতি থেমে নেই জানিয়ে সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে সংস্কার নিয়ে প্রশ্ন তুলেন তিনি। সেই সঙ্গে প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে শুধুমাত্র বদলি কার্যক্রমেরও সমালোচনা করেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘শতশত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে। যেসব বেহায়ার রক্তে দুর্নীতি তাদের শাস্তি না দিয়ে কি করে সংস্কার করবেন? শুধু বদলি করে? হাস্যকর…।’

ফেসবুকে দেয়া ওই পোস্টে ইতোমধ্যে ৩৬ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ৪ হাজারের বেশি মানুষ সারজিস আলমের এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা জানিয়ে নানা মন্তব্য করেছেন। পোস্টের মন্তব্যের ঘরে এইচ এম আহসানউল্লাহ নামের একটি অ্যাকাউন্ট থেকে লিখা হয়েছে, ‘সারাজীবনের চরিত্র একদিনে তো আর বদলাবে না, আরও সময় লাগবে বদলাতে। এভাবে প্রতিবাদী কণ্ঠ অব্যাহত রাখুন!’

লুতফর জামান বাবর নামে আরেকজন লিখেছেন, ‘আপনার অসন্তোষটা যথার্থ। পুলিশ বিভাগের মধ্যে দুর্নীতি একটা গভীর সমস্যা এবং শুধু বদলি বা সাময়িক শাস্তি দিয়ে তা সমাধান করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্ত, কঠোর শাস্তি এবং রক্ষণশীল সংস্কৃতি তৈরি করার মাধ্যমে শুধুমাত্র এই ধরনের অপরাধ কমানো সম্ভব। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, যাতে রক্তে মিশে থাকা দুর্নীতি দূর করা যায়। সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং কার্যকরী আইনের প্রয়োগ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান কঠিন।’

আরো পড়ুন