শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ছদ্মবেশে ক্যারম খেলছিল র‍্যাব, অতঃপর যা ঘটলো

যশোরের চৌগাছায় একাধিক মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী আইয়ুব হোসেন বাবু (৪০) অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে ছদ্মবেশে চৌগাছা বাজারের একটি দোকানে ক্যারম খেলার সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার বাবু চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়ার বাসিন্দা ও ইয়াকুব আলীর ছেলে। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কম্পানি কমান্ডার রাসেল জানান, বাবুর অবস্থান সম্পর্কে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। এরপর ছদ্মবেশে র‍্যাব সদস্যরা বাজারের একটি দোকানে অবস্থান নেন, যেখানে বাবু ক্যারম খেলছিলেন। একজন র‍্যাব সদস্য তার সঙ্গে খেলার ছলে ঘনিষ্ঠ হন এবং সঠিক সময় আরও সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বাবু বুকে ব্যথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চৌগাছা থানায় নেওয়া হয়। পরে রাতে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে আবার থানায় ফিরিয়ে আনা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাবুকে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চৌগাছা থানায় আরও ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

র‍্যাব জানিয়েছে, বাবুর দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, যার কারণে চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন