কুমিল্লা উপজেলা পরিষদ এসোসিয়েশন জেলা শাখার আলোচনা ও ইফতার
নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার আলোচনা সভা ও ইফতার গতকাল সোমবার নগরীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার প্রায় সব উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান বৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলার বিভিন্ন প্রান্তের এ জনপ্রতিনিধিদের প্রাণবন্ত অংশ গ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলায় রূপ নেয়। সভায় বক্তারা ১ মার্চ’কে স্থানীয় সরকার দিবস ঘোষনা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কনভেনশন করার জোর দাবি তুলে ধরেন।এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ডে সর্বাত্মক সহযোগীতার পাশাপাশি আগামি দিনগুলিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনর কেন্দ্রিয় সহ-সভাপতি ও সদর দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি চান্দিনা উপজেলা চেয়ারম্যান বাবু তপন বকশী,সাধারন সম্পাদক নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মো. শামসুদ্দিন কালু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আমিনুল ইসলাম টুটুল, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড.ইউনুছ ভূঁইয়া, ব্রাক্ষনপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাংগীর খান চৌধুরী, বরুড়া উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, লালমাই উপজেলা চেয়ারম্যান হাজী আবদুল মালেক, মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস ছালাম, তিতাস উপজেলা চেয়ারম্যান এড.আজিজুর রহমান , ,চৌদ্দগ্রাম উপজেলা ভাইস-চেয়ারম্যান এবিএম বাহার, চান্দিনা ভাইস-চেয়ারম্যান মোসলেম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তার,আদর্শ সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, সদর দক্ষিন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার, বুড়িচং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা জেসমিন,চান্দিনা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী,ব্রাক্ষনপাড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা হক পপি,লাকসাম উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশিদা আক্তার, মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর দক্ষিন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুল হাই বাবলু।