কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বৃক্ষরোপন কর্মসূচি
কলেজ প্রতিনিধিঃ ১৮ জুলাই বুধবার জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে একযোগে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রিয় এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা। এ উপলক্ষে গতকাল অধ্যক্ষের নেতৃত্বে কলেজের ডিগ্রী শাখায় সহস্রাধীক বৃক্ষরোপনের কর্মসূচী গ্রহণ করা হয়। এতে কলেজের বিএনসিসি সেনা ও বিমান শাখা, যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউট এবং কর্মচারী কল্যাণ প্ররিষদের নেতৃবৃন্দ সতুস্ফূর্তভাবে অংশগ্রহন করেন ।
বৃক্ষরোপন শেষে সংক্ষিপ্ত সভায় কলেজ অধ্যক্ষ বলেন, প্ররিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপ্রনের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার উচিত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো।
এসময় উপ্রস্থিত ছিলেন ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রধান ও বিএনসিসি ৮-ময়নামতি রেজিম্যান্টের বেটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন মিতা সফিনাজ, ফিন্যান্স এন্ড মার্কেটিং বিভাগের প্রধান এবং রোভার স্কাউট লিডার কাজী মুজিবুর রহমান, ল্যাফটেনেন্ট ফিরোজ- উল -আলম চৌধুরী, শিক্ষক প্ররিষদের যুগ্ম সম্পাদক নিলুফার সুলতানা, যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ ইউনিটের প্রফেসর ইনচার্য মোহাম্মদ শাহাজাহান, বিএনসিসি বিমান শাখার সিইউও ইকবাল হোসেন, বিএনসিসি সেনা শাখার সিইউও আবুল কালাম আজাদ প্রমুখ।