বিপিএলে সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লা ভিক্টরিয়ান্স
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ৬ কোটি ২২ লাখ- বিপিএলে কমবেশি শক্তিশালী দল গঠন করেছে ফ্রেঞ্চাইজিগুলো। হাত খুলেই খরচ করেছে কোন কোন ফ্রেঞ্চাইজি। ড্রাফটে সবচেয়ে বেশি খরচ করেছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টরিয়ান্স।
তাঁদের মোট খরচ ছয় কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে দেশীয় ক্রিকেটার দলে ভেড়াতে এক কোটি ২৪ লাখ টাকা খরচ করেছে তাঁরা। সাথে বিদেশী ক্রিকেটার ভেড়াতে খরচ করেছে চার কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে খুলনা টাইটান্স। মাহমুদুল্লাহ রিয়াদের দল দেশীয় ক্রিকেটার কিনতে ব্যয় করেছে মাত্র ৯৯ লাখ টাকা। তবে তাঁদের মোট খরচ হয়েছে তিন কোটি ৯০ লাখ টাকা।
রংপুর রাইডার্সের অবস্থান তিনে। বিদেশীদের দলে ভেড়াতে তাঁরা খরচ করেছে দুই কোটি ৩২ লাখ টাকা। সব মিলিয়ে খরচ করেছে তিন কোটি ৪২ লাখ টাকা।
আরো পড়ুনঃ
- দেখে নিন কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ ২০১৮
- শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা
- যে খেলোয়াড়কে টার্গেটে রেখেও নিতে পারলো না কুমিল্লা
- কুমিল্লা পেল বুমবুম আফ্রিদিকে
চতুর্থ অবস্থানে আছে সিলেট সিক্সার্স। তাঁদের মোট খরচ হয়েছে তিন কোটি ২৯ লাখ টাকা। পঞ্চম অবস্থানে আছে চিটাগাং ভাইকিংস। মোহাম্মদ আশরাফুলের দল মোট খরচ করেছে দুই কোটি ৯৬ লাখ টাকা।
দুই কোটি ৫৪ লাখ টাকা খরচ করে তালিকার ষষ্ঠ স্থানে রাজশাহী কিংস। মাত্র এক কোটি ৭৭ লাখ টাকা খরচ করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তালিকায় সবার নিচে অবস্থান করছে তাঁরা।
এবারের বিপিএলে সবচেয়ে বেশি দাম হাঁকিয়েছেন যে চার ক্রিকেটার
গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরে প্লেয়ার্স ড্রফট। ইতোমধ্যেই প্রতিটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড তৈরি করে ফেলেছে। আসুন দেখে নেই প্লেয়ার ড্রাফটে সবচেয়ে দামি চার ক্রিকেটারের নাম। সবার উপরে রয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ক্রিকেটার এবারের মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়াও শ্রীলঙ্কা অলরাউন্ডার থিসারা পেরেরা কে দলে নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খরচ করতে হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। তাদের দলে রয়েছে আরও এক দামি ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইভেন লুইস কে দলে নিতে কুমিল্লাকে খরচ করতে হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। এরপরেই রয়েছে শ্রীলঙ্কান পেস বোলার লাথিস মালিঙ্গা। ১ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে লাথিস মালিঙ্গা কে দলে ভেড়ায় খুলনা টাইটান্স।
এছাড়াও ড্রাফটের বাহিরে চুক্তি হওয়া ডি ভিলিয়ার্স, হেলস, ওয়ার্নারদের মূল্য প্রায় ২ কোটি টাকার উপরে। এই ৩ জনের সমমূল্য পেয়েছে ক্যারাবিয়ান তারকা পোলার্ড. রাসেল, নারাইনরাও।