কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
মো. জাকির হোসেনঃ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহিঊদ্দিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজছাত্র জেলার বুড়িচং উপজেলার হাসনাবাদ (রামচন্দ্রপুর) গ্রামের আমির হোসেনের ছেলে এবং সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ও কুমিল্লাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মহিঊদ্দিন (২২) সৈয়দপুর এলাকার একটি অভিজাত হোটেল থেকে বের হয়ে মোটর সাইকেলযোগে কুমিল্লা নগরীতে ফিরছিলেন। এসময় মহাসড়কের সৈয়দপুর এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতের ভাই মজিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় মহিঊদ্দিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।