বুড়িচংয়ে ১শ’ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো. জাকির হোসেনঃ বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তী চড়ানল এলাকায় ভারত থেকে অভিনব কায়দায় ইয়াবা বহন করে জয়নাল নামের এক মাদক ব্যবসায়ী দেশে অনুপ্রবেশের সময় আটক করে। তার পায়ে এ্যাংলেট পেচানো অবস্থায় ১শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান বৃহস্পতিবার বিকালে বুড়িচং থানার এ এস আই মহি উদ্দিন, এ এস আই, এ এস আই সজিব, এ এস আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চড়ানল গ্রামে অবস্থান নেয়। এসময় ভারত থেকে মাদক বহন করে জয়নাল হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় পুলিশ তার পায়ে এ্যাংলেট পেচানো অবস্থায় ১শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে পুলিশের তালিকা ভুক্ত এবং পলাতক মাদক ব্যবসায়ী। উপজেলার বাকশীমূল ইউনিয়নের মধ্যম কালিকাপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।এব্যপারে পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় একটি মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।