বিজিবি’র কুমিল্লা সেক্টরের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) কুমিল্লা সেক্টর। এ উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তরে কেক কাটা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি সেক্টর কমান্ডার কের্ণল মো: আমিরুল ইসলাম সিকদার, কুমিল্লা জেলাপরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ মো: নূরূল ইসলাম। এছাড়াও ব্রহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কুমিল্লা সেনানিবাস ও বিজিবি’র ঊর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিদের সম্মানে এক প্রীতি ভোজের আয়াজন করা হয়।

প্রসঙ্গত: ১৯৭৫ সালের ০১ ডিসেম্বর বিজিবি’র (বিডিআর) কুমিল্লা সেক্টর প্রতিষ্ঠা হয়। আয়োজকরা জানান, এবছর ০১ ডিসেম্বর দিনটি শনিবার ছটির দিন হওয়ায় ২৯ নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আরো পড়ুন