মুরাদনগরে আন্তঃ জেলা ডাকাত দলের ২ সদস্য আটক
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় ডাকাতি করার সময় আন্তঃ জেলা ডাকাত দলের দুই ডাকাত সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভেলানগর পশ্চিম পাড়ার মৃত সরাফত আলীর ছেলে সুমন খন্দকার(২২) ও একই থানার ভেলানগর গ্রামের মোল্লা বাড়ীর মোস্তফা মোল্লা(৪০)।
রবিবার রাতে বোড়ারচর এলাকার এআরবি ইট ভাটার সামনের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক থেকে ডাকাতদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বোড়ারচর এলাকায় সড়কের দুই পাশে গাছ ফেলে ৫/৬ জনের একদল ডাকাত দল ডাকাতি করছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার পুলিশের এসআই নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে অন্তঃ জেলার ডাকাদলের দুই সদস্যকে আটক করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনজুর আলম বলেন, ডাকাতির ঘটনায় আটককৃতসহ মোট ছয় জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে এবং আটককৃতদের সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।