নাঙ্গলকোটে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোনল

মো: ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট (উত্তর) ইউপির শ্রীরামপুর ফসলি জমি থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পুরো এলাকায় ভাংঙ্গন দেখা দিয়েছে। যদিও ২০১০ সালের বালু মহাল আইনে, বিপণনের উদ্দেশ্যে কোনো উনমুক্ত স্থান, চা-বাগান ছাড়া জমির তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না মর্মে নির্দেশনা থাকলেও তা মানছে না স্থানীয় প্রভাবশালীরা।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শ্রীরামপুর গ্রামের কবির আহমেদের ছেলে বাবুল মিয়া মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে পাশ্ববর্তি বাড়ির রফিক (ডাক্তার) এর কাছে। অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভরাট করছে একটি পুকুর । ড্রেজার মেশিনের মালিক অলিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শামছুল হক।এতে করে ফসলী জমি হুমকির মুখে পড়ছে।বালু উত্তোলন কারি বাবুল জানান, নিজ জায়গা থেকে বালু তুলছি। আমি মেশিন বন্ধ করবো না । অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ফসলী জমি,বসত ঘর, সড়ক হুমকির মূখে রয়েছে। অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের আশংকা বাড়ছে।

এবিষয়ে শুক্রবার নাঙ্গলকোট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা নিষেধ আছে । বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর স্থানীয়দের অভিযোগ প্রশাসন ব্যবস্থা না নেয়ার কারনে ড্রেজার মেশিন বৃদ্ধি পাচ্ছে ।

আরো পড়ুন