তিতাসে জনপ্রিয় নেতা সোহেল সিকদারের চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ

হালিম সৈকতঃ আগামী ৩১ মার্চ ২০১৯ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদারের পক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আল আমিন এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাহার পিতা বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আক্তার হোসেন নিজাম সিকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ, তিতাস উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ লালন সিকদার, কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. ছাইদুর রহমান ভূইয়া, ছাদির মেম্বার, আবুল হোসেন, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. স্বপন সরকার ও যুবলীগ নেতা রেজাউল ইসলাম মোল্লা প্রমূখ।

তিতাস উপজেলার প্রভাবশালী নেতা হিসেবে সর্বত্র সোহেল সিকদার পরিচিত। তিনি একজন সজ্জন মানুষ হিসেবে সর্বত্র সমাদিত। যদিও কারো কারো কাছে তিনি একজন জেদি মানুষ, তথাপি তিনি একজন আন্তরিক, অমায়িক ব্যবহারের মানুষ এ কথা সকলেই স্বীকার করেন।

উল্লেখ্য চেয়ারম্যান পদে আরো চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো.নাছির উদ্দিন ও মো.হানিফ ভূঁইয়া।

আরো পড়ুন