কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
মো. জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ সালে বার্ষিক বাজেট ঘোষনা উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান। ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সির সভাপতিত্বে বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী। মোকাম ইউনিয় পরিষদের ২০১৯-২০ সালে সর্বমোট ২ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৭৬০ টাকার বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে সর্বোচ্চ উন্নয়ন খাতে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ২০০ টাকা বরাদ্ধ রাখা হয়। এছাড়া কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্ধের উপর গুরত্ব দেয়া হয়। প্রাপ্ত আয় হিসেবে সর্বোচ্চ হল্ডিং কর ১৬ শাখ ৯৬ হাজার ২৪৫ টাকা রাখা ধার্য্য করা হয়েছে।
বাজের ঘোষনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়নাল মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, হানিফ মেম্বার, সামছু মিয়া মেম্বার, আবু তাহের মেম্বার, রহিমা মেম্বার, মোর্শেদা মেম্বার, আরমানারা বেগম মেম্বার, সাবেক মহিলা মেম্বার সাহিদা বেগম। গন্যমান্য ব্যাক্তি বর্গের মাঝে উপস্থিত ছিলেন ফজলুল হক, শাহ আলম, আলী আকবর, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহ আলম, মোঃ সেলিম প্রমূখ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।