মুরাদনগরে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ১৩কেজি গাঁজাসহ আবুল কালাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আড়াইওড়া গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জ হয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে সিএনজিতে চড়ে একজন মাদক ব্যবসায়ী বড় একটি গাঁজার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার সহকারী পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে ১৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কালামকে আটক করে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান ডেইলিকুমিল্লানিউজকে বলেন আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।