কুমিল্লা সিটি করপোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট প্রস্তাব
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সিটি করপোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য তিনশ ৪৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৪৩ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় সিটি মেয়র মনিরুল হক সাক্কু এই বাজেট প্রস্তাব করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২শ’ ৬৬ কোটি ৪০ লাখ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২শ’ ৯৬ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।
প্রাক বাজেট প্রস্তাবনাকে বাস্তবসম্মত উল্লেখ করে কয়েকটি বিষয়ে আলোচনা হয়। নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আরও কিছু দৃশ্যমান, আধুনিক ও বাস্তবমুখী সিদ্ধান্ত নেয়ার প্রস্তাবও করা হয়।
কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে প্রাক বাজেট অলোচনায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সিটি কাউন্সিলর সরকার জাভেদ, সিটি কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি ও স্থানীয় নাগরিক ও সাংবাদিকরা।