কুমিল্লায় লক্ষাধিক চারা বিতরণ কর্মসুচীর উদ্বোধন
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় টিফিনের টাকা বাঁচিয়ে মাসব্যাপী ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সারা দেশে মাস ব্যাপী গাছের চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার বাঁধন, কুমিল্লা সদর দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি যোবায়ের ইসলাম প্রমুখ। সংগঠনের সভাপতি কাওসার আলম বলেন সারা দেশে লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে ১ মাসে ১ লক্ষ গাছের চারা রোপন করা হবে।