কুমিল্লায় জোড়পূর্বক মৎস্য প্রকল্পের পাড় কর্তনের অভিযোগ,হুমকির মুখে মৎস্য প্রকল্প

সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা মহানগরীর কোটবাড়ি নন্দনপুর সংলগ্ন আলামপুর মৌজাস্থ রাঁদ এগ্রো ইন্ড্রাষ্টিজ নামক মৎস্য খামারের পাড় জোড়পূর্বক ভাবে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

মৎস্য খামারের পাড় কাটার ফলে প্রায় আট লক্ষ টাকার মাছ ক্ষতির সম্মুখিন হচ্ছে বলে জানান খামারের মালিক আলী হোসেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্রে জানা যায়, কুমিল্লার মহানগরীর ২৩নং ওয়ার্ডের নন্দনপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রুবি আক্তার তার দলবল নিয়ে শুক্রবার সকালে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে জোড়পূর্বক ভাবে আলামপুর মৌজাস্থ রাঁদ এগ্রো ইন্ড্রাষ্টিজ নামক মৎস্য খামারের পূর্বপাড়ের ৪০ ফিট পাড়ের মাটি কেটে সমতল ভূমির সাথে মিশিয়ে দেয়। মৎস্য খামারটি থেকে প্রতিনিয়ত মাছ পাশের জলাশয়ে বের হয়ে যাওয়ার ফলে আর্থিক ভাবে হুমকির সম্মুখিন হচ্ছেন। পাড়টি অবিলম্বে বাঁধতে না পারলে চলমান বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে মৎস্য খামারটি সমতল ভূমির সাথে একাকার হয়ে পুরো প্রকল্পের মাছ বের হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খামারের মালিক।

এ ব্যাপারে জায়গার মালিক জসিম উদ্দিন জানান,সম্পূর্ণ জোড়পূর্বক ভাবে রুবি আক্তার সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে ঘটনাটি সংগঠিত করেছে।

প্রশাসনের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। রাঁদ এগ্রো ইন্ড্রাষ্টিজ মৎস্য খামারের মালিক আলী হোসেন জানান,জোড়পূর্বক ভাবে কেটে ফেলা মৎস্য খামারের পাড়টি অবিলম্বে বাঁধা না হলে চলমান বর্ষা মৌসুমে বৃষ্টিপাতে মৎস্য খামারটির মাছ বের হয়ে আট লক্ষ টাকার ক্ষতি সাধন হবে। মৎস্য প্রকল্পটি রক্ষায় কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা সহ সংশিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আরো পড়ুন