বিপিএল নিয়ে নাফিসাকে যা বললেন রশিদ খান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চালাবে এবারের বিপিএল। এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এবারের আসরে সব দলের মালিকানা সত্ত্ব থাকবে বিসিবির অধীনে। দেশি-বিদেশি ক্রিকেটারদের ম্যাচ ফি, হোটেলে থাকা-খাওয়া ও যাতায়াতসব সব কিছু বহন করবে ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক নাফিসা কামাল বলেন, ‘এবারের বিপিএলে যে কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না এটা বিদেশি ক্রিকেটাররা বিশ্বাস করতে পারছে না। বিদেশি খেলোয়াড়রা বলছে-আমরা অন্য লিগ বাতিল করে তোমাদের সঙ্গে চুক্তি করেছি, এখন অন্য লিগে ফেরত যাব কী করে! এবারের বিপিএলে তারা খেলতে না পারলে ভবিষ্যতে আর কখনো তারা বিপিএলে নাও আসতে পারে।’
শুক্রবার সাংবাদিকের সঙ্গে আলাপে নাফিসা কামাল বলেন, ‘রশিদ খান আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়। কিন্তু দুই বছর ধরে এখন পর্যন্ত একবারও তাকে ফেরত পাইনি। তার কথা হচ্ছে-তোমার টুর্নামেন্টের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই, আমি কেন অন্য দুইটা চুক্তি বাদ দিয়ে তোমার বিপিএলে আসব! আমি এখানে যে যুক্ত থাকব, তোমাদের এখানে এখনো সেভাবে পেশাদারিত্ব আসেনি।’
নাফিসা কামাল আরও বলেন, ‘হাশিম আমলার সঙ্গে আমি এখন আর কথাই বলতে পারছি না। কী বলব এমন একটা স্ট্যাটাসের খেলোয়াড়কে! ওদের গাইডলাইন মেনেই আমরা আগাচ্ছিলাম। বলেছিল তিনজন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে। লোকাল ক্রিকেটার হিসেবে মুশফিকের সঙ্গে চুক্তি করেছি, সাইফউদ্দিন রিটেনশনে ছিল-এভাবেই আগাচ্ছিলাম।’