কুমিল্লা টাওয়ার হাসপাতাল কে ২ লাখ টাকা জরিমানা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার সুযোগ্য জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় জেলাপ্রশাসকের কার্যালয়, কুমিল্লার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম অদ্য ২৫.০৯.২০১৯ খ্রি. তারিখে কুমিল্লা মেডিকেল সেন্টারে সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লার ডাক্তার সৌমেন রায় ও ডাক্তার ইশরাত জাহান এর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। হাসপাতালে ভুল রিপোর্ট দেয়া, এক্স রে রুমে ভুয়া টেকনিসিয়ান দিয়ে এক্স রে করানোর দায়ে ০২ (দুই) লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এক্স রে রুম তালা দিয়ে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।