কুমিল্লার মনোহরগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই খুন হয়েছে। খুন হওয়া জেঠাতো ভাইকে বাঁচাতে এসে তার বোন ও ভাগিনা আহত হয়েছে। আহতদের ১ জনের অবস্থা আশংকাজনক। গতকাল শনিবার সকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই ৪ জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামালদের সাথে জেঠাতো ভাই মৃত মুসলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫) এর সাথে পূর্ব থেকে পারিবারিক বিরোধ ছিল। গত প্রায় ১৫ দিন আগে জেঠাতো ভাই আলমীর হোসেনের মালিকানাধীন ছাগল কামালদের সিম গাছ খেয়ে ফেলে। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মাঝে বাক বিতন্ডা চলছিল। শনিবার সকালে বাড়ীর সামনে আলমগীর তার এক মামাতো বোনের সাথে ওই কথা বলার সময় হটাৎ পিছন দিকে থেকে কামাল হোসেন তার হাতে থাকা ছুরি দিয়ে আলমগীরকে উপর্যপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আলমগীরকে বাঁচাতে গিয়ে তার মামাতো বোন মাসুমা বেগম এবং ভাগিনা নাসির উদ্দিন গুরুতর আহত হয়। আলমগীরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন প্রধান আসামী কামাল হোসেন, তার ভাই ইমান আলী ও ফারুক এবং মা জাহানারা বেগমকে আটক করে। মনোহরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ৪জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লাকসাম সার্কেল নাজমুল হাসান।