কাবাডিতে চট্টগ্রাম রেঞ্জ সেরা কুমিল্লা জেলা পুলিশ
মাহফুজ নান্টুঃ প্রথমে একমূখী খেলা শুরু হয়। কুমিল্লা ৫ বান্দরবান ১ পয়েন্ট। তবে সময় যত গড়াতে থাকে প্রতিযোগিতা ততই বাড়তে থাকে। টান টান উত্তেজনায় চলছিলো বোল দেয়া পাল্টা বোল নেয়া। তবে শেষ রক্ষা হয়নি। কুমিল্লা জেলা পুলিশের কাছে ৯ পয়েন্ট ব্যবধানে পরাজিত হয় বান্দরবান জেলা পুলিশ দল। চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা পুলিশ কাবাডি টুর্নামেন্টের বিজয়ী হয় কুমিল্লা জেলা পুলিশ। বিকেল পাঁচটায় কুমিল্লা জিমনেসিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
খেলায় ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন কুমিল্লা জেলা পুলিশের এএসআই কামরুল হাসান এবং টূর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করেন কন্সটেবল আকবর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, কাবাডী খেলায় আমাদের অতীত ঐতিহ্য অনেক। আমাদের জাতীয় খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে মূলত জেলা ও রেঞ্জ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাবাডী ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের আইজিপি ডঃজাবেদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান মহোদয় কাবাডী খেলাতে ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রানন্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কাবাডিতে সাফল্য অর্জন করতে পারবো।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম।
খেলায় ধারা ভাষ্যকার ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু।
খেলা পরিচালনা করেন মোঃজহিরুল হক, মোস্তাক আহমেদ মজুমদার,মোঃনজির আহমেদ, মোঃরাসেল উদ্দিন, আঃসালাম চৌধুরী, তরিকুল হাসান কলু।
খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃআব্দুলাহ আল মামুন, সদর সার্কেল এএসপি তানভীর সালেহীন ইমনসহ কুমিল্লা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা।