কুমিল্লায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানকে জরিমানা
ডেস্ক রিপোর্টঃ অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে কুমিল্লায় তিন দোকানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে কুমিল্লার চকবাজার ও রাজগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এই অভিযান পরিচালনা করেন।
মারুফ হাসান জানান, চকবারের দুইটি দোকানকে ৩ হাজার টাকা করে ও রাজগঞ্জ বাজারের একটি দোকানকে আড়াই হাজার টাকাসহ মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।
মারুফ হাসান বলেন, ‘পেঁয়াজের উচ্চমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। আমরা সব ব্যবসায়ীকে পেঁয়াজের বিষয়ে সতর্ক করছি। যেন তারা সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি থেকে বিরত থাকেন।’
সূত্রঃ বাংলা ট্রিবিউন