কুমিল্লায় শিশুকে অপহরণের দায়ে দাদি ও চাচা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় অপহরণের ৮ ঘণ্টার মধ্যে পাঁচবছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ ঘটনায় অপহরণকারী হিসেবে শিশুটির দাদি, চাচাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগরের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রাম থেকে উদ্ধার অপহৃত তাসফীর ইসলাম (৫) কুমিল্লার মুরাদনগরের নহল গ্রামের মো. আকতার হোসেনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার জোহরা বেগম (৬০) শিশুটির দাদি, কবির হোসেন (৩৩) উপজেলার নহল গ্রামের তাজুল ইসলামের ছেলে ও শিশুটির বাবার চাচাত ভাই, দেলোয়ার হোসেন (২৬) রায়তলা গ্রামের শাহ আলমের ছেলে ও রাসেল মিয়া (২২) নাগেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
তিনি জানান, মঙ্গলবার সকালে অপহৃত শিশুটির মা তানিয়া আক্তার (২৭) উপজেলার কোম্পানীগঞ্জ সোনালী ব্যাংকে টাকা তোলার জন্য যাওয়ার পথে তাফসিরকে তার চাচাত দেবর কবিরের মোটরসাইকেলে বসে থাকতে দেখেন।
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে কবিরের স্ত্রী ফোন করে জানান তাফসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পাঁচ মিনিট পর অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরে তানিয়া তার ছেলে অপহরণ ও মুক্তিপণের বিষয়টি ‘আশ্রাফ মেম্বার’ নামের তার এক স্বজনের মাধ্যমে পুলিশকে জানান।