বুড়িচংয়ে বিজিবির অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা সহ ৩ জন আটক
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় সুলতান পুর ৬০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭শত ৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিজিবি বাদী হয়ে বুড়িচং থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে।
বিজিবি সূত্র ও মামলার বিবরনে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা সেক্টরের অধীনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সংকুচাইল বিওপি কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৬৩/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর হায়দ্রাবাদ এলাকায় ভারতীয় সীমান্ত পার হয়ে দুই জন মহিলা এক জন পুরুষ প্রবেশ করে।
এসময় বিজিবি তাদের দেহ তল্লাশি করে ৯হাজর৭শত ৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈন পুর গ্রামের মোঃ মনির হোসেনের স্ত্রী মোসা. সুমী আক্তার (২৫), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মোঃ ফুল মিয়া (৬৫) এবং একই এলাকার ফুল মিয়ার স্ত্রী মোসা. হনুফা আক্তার (৫৮)। আটককৃত আসামীদেরকে মাদকসহ কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।
ভারতীয় ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৩৪ হাজার টাকা। আটক কৃত মাদক ব্যবসায়ীদের বুধবার দুপুরে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।