কুমিল্লা মুক্ত দিবসে সংলাপ কুমিল্লার মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকের সফল মঞ্চায়ন

ডেস্ক রিপোর্টঃ ৮ ডিসেম্বর ছিলো কুমিল্লা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে টাউনহলে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে টাউনহল থেকে বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত অনুষ্ঠিত হয় শোভাযাত্রায়। শোভাযাত্রায় লাল সবুজ পোশাক ও মুক্তিযুদ্ধের পতাকা হাতে অংশগ্রহণ করেন ‌‌সংলাপ কুমিল্লা নামের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রা চলাকালে একদম পেছনের অংশে ছিলো সংলাপ।

শোভাযাত্রাটি সিটি পার্কের সামনে পৌছানোর পর বিভিন্ন সংগঠন যখন ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলেন তখন সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের কাছ থেকে একটি ছোট নাটিকা পরিবেশনের অনুমতি নেন নাট্যকার শাহজাহান চৌধুরী। অনুমতি পেয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষ হওয়ার আগেই খুবই অল্প সময়ে নাটকের পোশাক ও কস্টিউম নিয়ে প্রস্তুত হয় নাট্যকার শাহজাহান চৌধুরী ও তাঁর দল। খোলা আকাশের নিচে কোন মঞ্চ ছাড়াই মুক্তিযুদ্ধ বিষয়ক একটি নাটকের অংশ বিশেষ পরিবেশনা শুরু হয়। খুবই অল্প সময়ে পোশাক পরিবর্তন করে কোন সাউন্ড সিস্টেম ছাড়া মুক্তিযুদ্ধ ও পাকহানাদার এবং রাজাকারদের ভয়াবহতা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিল নাট্যদলটি। উপস্থিত অগনিত দর্শক তাদের এই চমৎকার পরিবেশনা দেখে স্মরণ করেন মুক্তিযুদ্ধকালী ভয়াবহতা। পরিবেশনায় ফুটিয়ে তুলা হয়, কিভাবে নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা ও ধর্ষন করা হতো মা-বোনদের। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিকামী যুবকেরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে যাপিয়ে পড়েছিল। নাটকটি চলাকালে পিনপতন নিরবতাই প্রমাণ করেছিলো কতটা সফল মঞ্চায়ন হয়েছিলো নাটকের অংশবিশেষ। নাটক শেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে উপস্থিত হাজারো নেতাকর্মী এবং দর্শকের কন্ঠে আবারো ধ্বনিত হয় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান।

আরো পড়ুন